বিনোদন ডেস্ক :  বড় পর্দায় অভিস সাবিলা নূরেররায়হান রাফীর নির্মিত 'তাণ্ডব' দিয়ে সিনেমা জগত শুরু তার। এরইমধ্যে তিনি 'লিচুর বাগানে' আইটেম গান দিয়ে আলোচনায় এসেছেন তিনি। এই গান বেশ প্রশংসিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।